খুলশীতে চলছে কালভার্টের কাজ, যান চলাচলে নতুন পথ সিএমপির

নগরের খুলশী থানার জাকির হোসেন রোডের ঝাউতলা, রেলক্রসিং সংলগ্ন স্থানে কালভার্ট নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবে। আগামী ১৩ মে থেকে শুরু হয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কাজ চলমান থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

এ লক্ষ্যে নগরের সব ধরনের যানবাহন নিয়ন্ত্রণে পরিকল্পনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ।

আরও পড়ুন: জোড়া আঘাতের পর চট্টগ্রামে করোনায় সুখবর

পরিকল্পনাগুলো হলো— একেখান থেকে জিইসি মুখী সব যানবাহন আকবরশাহ মোড়/পাঞ্জাবী লেইন/ওয়ারলেস মোড় (মুরগির ফার্ম) হয়ে আমবাগান, টাইগারপাস রোড ব্যবহার করবে।

জিইসি থেকে একেখান মুখী ভারী যানবাহন (বাস, ট্রাক, কাভার্ডভ্যান ইত্যাদি) টাইগারপাস, আমবাগন রোড ব্যবহার করে চলাচল করবে। জিইসি থেকে একেখানমুখী পথে কেবলমাত্র হালকা যান জরুরি প্রয়োজনে একমুখী চলাচল করতে পারবে।

এছাড়া যানবাহনের সুষ্ঠু নিয়ন্ত্রণের লক্ষ্যে নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেছে সিএমপির ট্রাফিক বিভাগ।

এসআই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!