কোতোয়ালীর নতুন ওসি জাহিদুল, পিবিআইতে নেজাম

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে পাঁচলাইশ থানার ওসি জাহিদুল কবিরকে।

মঙ্গলবার (২২ মার্চ) সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

আরও পড়ুন: হঠাৎ বদলি—পিবিআইয়ে কোতোয়ালীর ওসি নেজাম

এর আগে কোতোয়ালী থানার ওসি মো. নেজাম উদ্দিনকে বদলি করা হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই)।

গত ১০ নভেম্বর (বুধবার) বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি মঈনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

গত বছরের জানুয়ারিতে ওসি নেজাম উদ্দিনকে নগরের কোতোয়ালী থানায় পদায়ন করা হয়। এর আগে তিনি বাকলিয়া থানার দায়িত্বে ছিলেন।

আরও পড়ুন: কোতোয়ালী—হালিশহরের ৩ যুবকের কাছে ১৬৮ বোতল ফেনসিডিল

বাকলিয়া থানার ওসি থাকাকালে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূলে বিশেষ ভূমিকা ও থানা এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষায় নেজাম উদ্দিনকে সিএমপির শ্রেষ্ঠ ওসি ঘোষণা করেন তৎকালীন সিএমপি কমিশনার মাহবুবুর রহমান রিপন।

এর আগে নগরের সদরঘাট থানার ওসি থাকাকালীন ভালো কাজের স্বীকৃতিস্বরূপ একাধিকবার বিভিন্ন পুরস্কারে ভূষিত হন ওসি নেজাম।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!