কালুরঘাট সেতুর উভয়পাড়ে আটকা পড়ল শত শত গাড়ি

কালুরঘাট সেতুতে পিডিবি শাটল ট্রেনের গার্ডব্রেক লাইনচ্যুত হওয়ায় যান ও পারাপার বন্ধ হয়ে গেছে। ফলে উভয়পাশে শত শত গাড়ি আটকা পড়ে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।

সোমবার (২১ নভেম্বর) বিকেলে সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: পদ্মার আদলে হবে স্বপ্নের কালুরঘাট সেতু

স্থানীয় সূত্রে জানা গেছে, দোহাজারী পিকিং পাওয়ার প্ল্যান্টে ফার্নেস অয়েল খালাস করে চট্টগ্রামে ফেরত আসার সময় কালুরঘাট সেতুর ওপর পিডিবির একটি শাটল ট্রেনের গার্ডব্রেক লাইনচ্যুত হয়। এ সময় সেতুর উভয়পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এছাড়া দুর্ঘটনার কারণে দোহাজারী লাইনে রেল চলাচল বন্ধ রয়েছে।

পাহাড়তলী কন্ট্রোল অফিস সূত্রে জানা যায়, রিলিফ ট্রেন পৌঁছার আধঘণ্টার মধ্যে গার্ডব্রেক উদ্ধার করা সম্ভব হবে।

যোগাযোগ করা হলে পিডিবি শাটল ট্রেনের গার্ড আবুল বাশার আলোকিত চট্টগ্রামকে বলেন, পিডিবি শাটল ট্রেনের গার্ডব্রেক লাইনচ্যূত হওয়ার পর কন্ট্রোল অফিসে যোগাযোগ করা হয়েছে। উদ্ধারের জন্য রিলিফ ট্রেন আসছে।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!