‘কাঁধে ব্যাংক ঋণ’ ইলিয়াস ব্রাদার্সের শামসু—মিজান দেশ ছাড়তে মানা

‘কাঁধে ব্যাংক ঋণ’ থাকায় ব্যবসায়ী শামসুল আলম ও তাঁর ছেলে মিজানুর রহমানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। জমা দিতে বলা হয়েছে তাঁদের পাসপোর্ট।

মঙ্গলবার (৬ জুলাই) ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) এক আবেদনের শুনানি শেষে বিচারপতি জেবিএম হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আইনজীবী আলী আক্কাস চৌধুরী বলেন, শামসুল ও তাঁর ছেলেকে আদালতে পাসপোর্ট জমা দিতে বলা হয়েছে। তাঁদের বিদেশযাত্রায় অনুমতি না দিতে স্পেশাল ব্রাঞ্চের (এয়ারপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন) ডিআইজিকে নির্দেশনা দিয়েছেন আদালত

এর আগে গত ২৯ জুন চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ তাদের বিদেশ যাত্রার অনুমতি দেন।

এ আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করে ব্যাংক কর্তৃপক্ষ। আবেদনের শুনানি শেষে হাইকোর্ট নিম্ন আদালতের দেওয়া আদেশ স্থগিত করেন।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কদমতলী শাখা শামসুল আলম ও তাঁর ছেলে মিজানুর রহমানের নামে ৪০৬ ও ৪০২ ধারায় একটি মামলা করে।

এ মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইলে পাসপোর্ট জমা রাখা এবং বিদেশযাত্রায় আদালতের অনুমতি নেওয়ার শর্তে দু’জন জামিনও পেয়েছিলেন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!