উত্তাল সাগর পাড়ি দিয়ে মালয়েশিয়া যাচ্ছিল নারী শিশুসহ ৫৪ রোহিঙ্গা, শামলাপুর চ্যানেলে ধরা

মালয়েশিয়া পাচারকালে বঙ্গোপসাগরের টেকনাফ উপকূল থেকে ৫৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় পাচারে জড়িত দুই দালাল ও স্থানীয় একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ মার্চ) ভোরে টেকনাফের বাহারছড়া উপকূল থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে।

আর পড়ুন: পাঁচ রোহিঙ্গার কাছে ছিল ৫ হাজার ইয়াবা, মইজ্জ্যারটেকে ধরা

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫-এর উপঅধিনায়ক তানভীর হাসান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাহারছড়ার শামলাপুর চ্যানেল থেকে ৫৪ রোহিঙ্গা, দুই দালাল ও স্থানীয় একজনকে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের বরাতে তিনি বলেন, মূলত দালাল চক্রের ফাঁদে পড়ে সমুদ্র পাড়ি দিয়ে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা ছিল এসব রোহিঙ্গার। খবর পেয়ে তাদের উদ্ধার করা হয়।

বলরাম/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!