কমান্ডারসহ র‌্যাবের জালে আরসার ৬ সন্ত্রাসী, গহীন পাহাড়ে অস্ত্র-গোলাবারুদ

টেকনাফে আরসার শীর্ষ সন্ত্রাসী ও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকার সামরিক কমান্ডার হাফেজ নূর মোহাম্মদসহ ৬ জনকে আটক করেছে র‍্যাব-১৫।

শুক্রবার (২১ জুলাই) রাতে বাহারছরা শামলাপুর এলাকার গহীন পাহাড় থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি ৭.৬৫ এমএম পিস্তল, ১টি বিদেশি রিভলবার, ১টি শর্টগান, ৪টি দেশীয় এলজি, ৩টি রামদা, গোলাবারুদসহ নগদ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটক বাকিরা হলেন- হোসেন জোহার, ফারুক, মনির আহাম্মদ, নূর ইসলাম ও ইয়াছিন। তারা সবাই মিয়ানমারের নাগরিক।

আরও পড়ুন: মানিকছড়ি-ফটিকছড়ি সীমান্তে বিপুল অস্ত্রের মজুদ করেছিল মগ লিবারেশন পার্টির ৫ সন্ত্রাসী

শনিবার (২২ জুলাই) সকালে র‍্যাব-১৫-এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-১৫ এর একটি দল শুক্রবার রাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে অস্ত্রসহ আরসার শীর্ষ কমান্ডার হাফিজ নুর মোহাম্মদকে (২৮) আটক করে। আরসার শীর্ষ কমান্ডার হাফিজ নূর ৩০-৩৫ সদস্যের একটি অপরাধী চক্রের নেতৃত্ব দেন। তারা কুতুপালং ক্যাম্প ও এর আশেপাশের এলাকায় নিয়মিত হত্যা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ করে।

বিডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!