বাড়বকুণ্ডে মুহূর্তের আগুনে সব হারাল ৭ জেলে পরিবার

সীতাকুণ্ড আগুনে পুড়ে গেছে জেলেপাড়ার সাত বসতঘর। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (১৭ জুলাই) দুপুর ২টার দিকে বাড়বকুণ্ড ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত জেলেরা জানায়, আগুনে তাদের অন্তত ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: রাউজানে রাতের আগুনে ১০ লাখ টাকার ক্ষতি, কারণ অজানা

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (রোববার) দুপুর ২টার দিকে গ্যাসের চুলা থেকে জেলেপাড়ায় আগুনের সূত্রপাত হয়। পরে তা মুহূর্তে আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই পুড়ে ছাই হয়ে যায় সাত বসতঘর।

আগুনে ক্ষতিগ্রস্ত সীতানাথ, ভোলানাথ ও বিশ্বনাথ বলেন, আগুনে চোখের সামনেই আমাদের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আসবাবপত্রসহ নগদ অর্থও পুড়ে গেছে।

এ বিষয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস কর্মী রুবেল রানা জানান, রান্নাঘরের গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে। আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এ মুহূর্তে বলা যাচ্ছে না।

এসএস/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!