মিরসরাইয়ে মাদরাসার অর্ধকোটি টাকার সম্পদ দখলে রেখেছিল ৫ লোক

মিরসরাইয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে রাখা মিঠাছড়া ইসলামিয়া ফাজিল মাদরাসার অর্ধকোটি টাকার সম্পত্তি উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার মিঠাছরা বাজারে চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান এ উচ্ছেদ অভিযান চালান।

আরও পড়ুন: আইন পেশার আড়ালে অন্যের সম্পদ হাতিয়ে নেন উকিল জহির, পথে বসেছেন সৎ বোনও

মিঠাছড়া ইসলামিয়া ফাজিল মাদরাসার গর্ভনিং বডির সদস্য সচিব ও অধ্যক্ষ মো. এমদাদ উল্লাহ খাঁন জানান, স্থানীয় মো. লৎফুল হক, মো. নুরুল আলম, মো. ফখরুল ইসলাম, মো. শামীম উদ্দিন চৌধুরী ও মো. কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদারাসার ২ দশমিক ৩০ শতক জায়গা দখল করে দোকান নির্মাণ করেন। একাধিকবার জায়গা ছেড়ে দেওয়ার জন্য বলার পরও তারা ছেড়ে দেননি।

এরপর চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমান গত ১১ আগস্ট অবৈধ দখলদারের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নোটিশ জারি করেন। নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জমির দখল বুঝে নিয়ে জেলা প্রশাসককে নিশ্চিত করতে মিরসরাই উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেওয়া হয়। নোটিশ দেওয়ার ৩ মাস পরও অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় আজ সকালে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে দখলমুক্ত করা হয়।

অভিযানে মিরসরাই থানা পুলিশ সহযোগিতা করে।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!