রাতের বেলা বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে মুহূর্তেই লাশ হলো সাব্বির হোসেন সৈকত (৩১) নামে এক যুবক। হালিশহর থানার টোল রোডে চলন্ত বাইকে ট্রাকের ধাক্কায় তিনি নিহত হন।
সোমবার (২৩ আগস্ট) রাত সাড়ে এগারটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সৈকত হালিশহর আই ব্লকের দুই নম্বর লেনের শাখাওয়াত হোসেনের ছেলে। তিনি একটি এনজিওতে কাজ করতেন।
আরও পড়ুন: হঠাৎ বিস্ফোরণ—উড়ে গেল সিএনজি স্টেশন, অভিযোগের তীর কর্ণফুলী গ্যাসে
সৈকতের বন্ধু এসএম তাফসির আলোকিত চট্টগ্রামকে বলেন, দুটি মোটরসাইকেল করে বন্ধুরা ঘুরতে বেরিয়েছিলন। তারা হালিশহরের টোল রোড এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রূতগতির ট্রাক সৈকতের মোটরসাইকেলে ধাক্কা দেয়।
রক্তাক্ত অবস্থায় সৈকতকে বন্ধু ও স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। তবে চমেক হাসপাতালের চিকিৎসকরা সৈকতকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: তরুণীর লাশ—সড়কেই, কপালে জখমের চিহ্ন—শরীরে রক্তের দাগ
এদিকে ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। নিহতের লাশ হাসপাতালের মর্গে রয়েছে।