কক্সবাজার সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের কাউন্সিল শুক্রবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
শহরের লালদীঘিপাড় ব্রাহ্ম মন্দিরে (জেলা পূজা উদযাপন পরিষদের কার্যালয়) অনুষ্ঠিত কাউন্সিলে মোট ৫০ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এতে ৩৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন অ্যাডভোকেট বাপ্পী শর্মা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দীপক দাশ পান ১৫ ভোট।
আরও পড়ুন : দুর্গাপূজায় বাধা, হিন্দুদের হাজারো লোক ঘেরাও করল কৈবল্যধাম মন্দির
২৩ ভোট করে পেয়ে যৌথভাবে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাংবাদিক বলরাম দাশ অনুপম ও বাবলা পাল। তাঁরা উভয়ই এক বছর করে দায়িত্ব পালন করবেন। সাধারণ সম্পাদক পদে অপর প্রতিদ্বন্দ্বী অরূপ দে পান ২ ভোট।
নির্বাচনের দায়িত্ব পালন করেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, সহসভাপতি রতন দাশ, উদয় শংকর পাল মিঠু, উজ্জ্বল কর, বিপুল সেন, স্বপন পাল, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক দীপক শর্মা দীপু, সরূপম পাল পাঞ্চু, শহর পূজা উদযাপন পরিষদ সভাপতি বেন্টু দাশ ও সাধারণ সম্পাদক জনি ধর।