২০০ কোটি টাকা ক্ষতি পুষিয়ে দিতে উৎপাদনে গেল সিইউএফএল

দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে দেশের বৃহত্তম রাষ্ট্রীয় সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)।

রোববার (৫ নভেম্বর ) ভোর ৪টা থেকে রাষ্ট্রায়ত্ত এ কারখানাটিতে ইউরিয়া উৎপাদন শুরু হয়।

এর আগে গত মে মাসে একবার চালু হলেও গ্যাস সংকটের কারণে উৎপাদন ফের বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন : ৪ মাস পর চালু সিইউএফএল চলল ৪ দিন

সিইউএফএল সূত্র জানায়, গত ২২ নভেম্বর সকাল পৌনে ৯টার দিকে কারখানার অ্যামুনিয়া প্লান্টের লিপারমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার পর দীর্ঘ চার মাস বন্ধ থাকে উৎপাদন। এরপর কারখানা চালু হলে গ্যাস সংকটের কারণে ফের বন্ধ হয়ে যায়।

২০২১-২২ অর্থবছরে ২ লাখ ৪৭হাজার মেট্টিক টন ইউরিয়া উৎপাদন করে কারখানাটি। কারখানা সচল থাকলে দৈনিক ১ হাজার ৪০০ মেট্রিক টন সার উৎপাদন হওয়ার কথা। কিন্তু বর্তমানে ১ হাজার মেট্রিক টন সার উৎপাদিত হবে। এর মধ্যে কারখানা দীর্ঘ এক বছর বন্ধ থাকায় প্রায় ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান আলোকিত চট্টগ্রামকে বলেন, গ্যাস সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে কারখানায় ইউরিয়া উৎপাদন প্রায় এক বছর বন্ধ ছিল। আজ ভোর ৪টা থেকে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। আশা করছি কারখানা এবার পুরোদমে চালু করা যাবে।

কাঞ্চন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!