স্বাস্থ্যঝুঁকি দেখতে বিএম ডিপোতে বিশেষজ্ঞ দল, নিবেন আগামীর প্রস্তুতিও

সীতাকুণ্ডে বিএম ডিপোতে বিস্ফোরণে স্বাস্থ্যঝুঁকির অবস্থা খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক (পরিকল্পনা) ডা. নাজমুল ইসলামের নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের একটি টিম।

শুক্রবার (১০ জুন) সকাল ১১টার দিকে বিএম ডিপোতে প্রবেশ করে এই টিমের সদস্যরা ঘটনাস্থল পর্যাবেক্ষণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. মো. সফিকুল ইসলাম, চট্টগ্রাম সিভিল সার্জন মো. ইলিয়াছ চৌধুরী, মেডিকেলের কিডনি বিশেষজ্ঞ এনামুল হক শামীম, ডিএনসিসি ডেডিকেডেট কোভিড হাসপাতালের পরিচালক লেফটেনেন্ট কর্নেল মো. মশিউর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. অনিন্দিতা শবনম কোরেশী, সহকারী পরিচালক ডা. মহিউদ্দিন আহমেদ, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ, ইভালুয়েটর ডা. ফাবলিনা নওশিন, আইএইচআর এর ডাটা ম্যানেজার রাকিবুল ইসলাম, বিসিআইসির ইন্ড্রাস্টিয়াল সেফটি এন্ড হেলথ ডিপার্টমেন্টের কেমিস্ট মো. জিয়াউল হক, ডেপুটি চিফ কেমিস্ট হুমায়ন কবির।

আরও পড়ুন: চট্টগ্রামে এবার সিগারেট ‘মজুদকাণ্ড’ অসাধু ব্যবসায়ীদের

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ ও লাইন শাখার পরিচালক (পরিকল্পনা) ডা. মো. নাজমুল ইসলাম বলেন, বিএম কনটেইনার ডিপোতে রাসায়নিক বিস্ফোরণ হয়েছে। আমরা রোগ নিয়ন্ত্রণ শাখায় রেডিয়েশন হেজার্ট এবং কেমিক্যাল হেজার্ড বিষয়ে কাজ করি। বিস্ফোরণের ফলে স্বাস্থ্যঝুঁকিতে পড়া রোগিরা চমেকে কীভাবে চিকিৎসা নিচ্ছে তা দেখব আমরা। এ থেকে যা অভিজ্ঞতা পাবো, এ ধরণের কোনো ঘটনা পরবর্তীকে ঘটলে সেখানে যেন স্বাস্থ্যঝুঁকি কমানো যায় সে বিষয়ে কাজ করব আমরা। আর এখানে রাসায়নিক বিস্ফোরণে কী ধরণের স্বাস্থ্যঝুঁকি হয়েছে তা খতিয়ে দেখতে আমরা এখানে এসেছি।

সালাউদ্দিন/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!