রাতের আঁধারে বঙ্গবন্ধু টানেলের টোল প্লাজায় নিয়ন্ত্রণ হারাল প্রাডো, ভেঙে গেল রেলিং

আনোয়ারায় বঙ্গবন্ধু টানেলের টোল প্লাজায় নিয়ন্ত্রণ হারানো একটি প্রাডো গাড়ির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে সড়কের রেলিং। এসময় ক্ষতিগ্রস্ত হয় গাড়িটির সামনের কিছু অংশও। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (২৯ অক্টোবর) রাত ৩টার দিকে বঙ্গবন্ধু টানেলের আনোয়ারা প্রান্তের টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। টোল প্লাজায় এটিই প্রথম দুর্ঘটনা।

আরও পড়ুন : স্বপ্নের টানেলে হরতালের কোপ, বিকেল পর্যন্ত ব্যবহার সাড়ে ৬ শতাংশ!

সংশ্লিষ্ট সূত্র জানায়, গাড়ির ধাক্কায় সড়কের পাশের রেলিং ভেঙে গেছে। আজ (সোমবার) সকালে নিরাপত্তা কর্মীরা এসে রেলিং মেরামত করেন। তবে দুর্ঘটনায় প্রাডো গাড়িটির (ঢাকা মেট্রো ঘ ২১৬২০০) সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। টোল প্লাজা এলাকায় এটিই প্রথম দুর্ঘটনা।

যোগাযোগ করা হলে বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু টানেলের টোল ব্যবস্থাপক মো. বেলায়েত হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, রোববার রাতে একটি দ্রুতগতির প্রাডো গাড়ি টানেলের টোল প্লাজায় এসে ধাক্কা দেয়। এসময় সড়কের রেলিং ক্ষতিগ্রস্ত হয়। পরে আমাদের নিরাপত্তায় নিয়োজিত কর্মীরা সেটি মেরামত করে।

কাঞ্চন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!