রাউজানে ২ অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষতি

রাউজানে পৃথক দুটি আগুন লাগার ঘটনায় ১২ ঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

শনিবার (২০ আগস্ট) রাত ৩টার দিকে পাহাড়তলি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের অ্যাডভোকেট সুধীর তালুকদার বাড়ি ও শনিবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় ৩ নম্বর ওয়ার্ডের দাশপাড়ায় আগুন লাগার ঘটনা ঘটে।

এদিকে পাহাড়তলী ইউনিয়নে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিস আসার আগেই ১০ ঘর পুড়ে ছাই হয়ে যায়। সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা, দাবি ক্ষতিগ্রস্তদের ।

আরও পড়ুন: বাকলিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবার পেল আ জ ম নাছিরের ত্রাণ, সঙ্গে নগদ টাকা

স্থানীয় ইউপি সদস্য মাহফুজ বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুনে ১০ ঘর ও মালামালসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্তরা হলেন- চন্দন তালুকদার, লিটন তালুকদার, কাজল তালুকদার, সুজন তালুকদার, সুধীর তালুকদার, তপন তালুকদার, বাবুল তালুকদার, এন্টাশন তালুকদার, গণেশ তালুকদার ও নটু তালুকদার।

অন্যদিকে দাশপাড়ার আগুনে বিশু দাশ ও রুবেল দাশের ঘর পুড়ে গেছে বলে জানান পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান রোকন উদ্দিন জানান।

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!