বিদ্যুৎ সাশ্রয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়তে পারে

বিদ্যুৎ সাশ্রয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে দু’দিন ছুটি রাখার বিষয়ে চিন্তা করছে সরকার। এ বিষয়ে সিদ্ধান্ত দ্রুতই জানানো হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (১২ আগস্ট) বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতির ১৭তম জাতীয় সম্মেলনে অর্থনৈতিক সক্ষমতা ধরে রাখতে জনগণকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অনিবার্য কারণ না হলে সময় মতো এসএসসি পরীক্ষা শুরু হবে।

ডা. দীপু মনি বলেন, পলিটেকনিক্যাল ইন্সস্টিটিউট এ কারিগরি শিক্ষাদানের জন্য দক্ষ শিক্ষক ও প্রশিক্ষকের অভাব রয়েছে। ল্যাব তৈরির জন্য টাকা দিয়েছে সরকার। তবে দক্ষ প্রশিক্ষক না থাকায় ১৩টি প্রতিষ্ঠান বরাদ্দ টাকা ফেরত দিয়েছে।

এসআই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!