বিএম ডিপো বিস্ফোরণে লাশ হয়েছিল ৯৫ ব্যাচের সেই আবুল হাসেম

সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ আবুল হাসেমের মরদেহ ৩৪ দিন পর শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) তার মরদেহ শনাক্ত করেন স্বজনরা।

বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেলে নিখোঁজ আবুল হাসেমের মরদেহ শনাক্ত করার পর কুমিরায় নিয়ে আসা হয়। নিহত আবুল হাসেমের জানাজা এদিন রাত ১১টায় তার নিজ গ্রামের বাড়ি কুমিরায় অনুষ্ঠিত হয়।

স্থানীয় চেয়ারম্যান মো. মোরশেদ হোসেন চৌধুরী বলেন, আবুল হাসেমের পরিবার মেডিকেল থেকে মরদেহ শনাক্ত করা গ্রামের বাড়িতে নিয়ে আসে। তিনি এসএসসি ৯৫ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

উল্লেখ্য, গত ৪ জুন রাতে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কাশেম জুট মিলস কেশবপুর এলাকায় অবস্থিত বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের সুত্রপাত হলে তা মুহূর্তে আশপাশের অন্য কনটেইনারেও ছড়িয়ে পড়ে। এরপর আবুল হাসেমের পরিবার বিএম কনটেইনার ডিপোতে অনেক খোঁজ করেও তার সন্ধান পায়নি।

সালাউদ্দিন/এসআই

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!