ফটিকছড়িতে ভোরের আলো ফুটতেই ধরা খেল ২ ডাকাত

ফটিকছড়িতে ভোরের আলো ফুটতেই ধরা খেল ২ ডাকাত। স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে দেয়।

বুধবার (৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনীয়া গ্রামের আব্বাস সিকদার বাড়ির বিবিরহাট বাজারের ব্যবসায়ী মো. নুরুদ্দীনের ঘরে ডাকাতির সময় তাদের আটক করা হয়।

আরও পড়ুন : রাউজানে অস্ত্রসহ আটক ৩ ডাকাত

আটকরা হলেন—মো. রহমত (৩০) ও মো. ফারুক (৩০)। রহমত পাইন্দং ইউনিয়নের আব্বাছের বাড়ির নুরুচ্ছফার ছেলে। ফারুক একই ইউনিয়নের কচির মু. চৌধুরী বাড়ির কামাল সওদাগরের ছেলে।

জানা যায়, নুরুদ্দীনের পরিবারের লোকজন বাড়িতে না থাকার সুযোগে গভীর রাতে রতমত ও ফারুক দোতলা ভবনের গ্রিল কেটে ঢুকে মালামাল লুট করে। এরপর নিচতলার জানলার গ্রিল কাটার সময় ভোরের আলোর ফুটলে এক প্রতিবেশী টের পান। এরপর স্থানীয়রা একত্রিত হয়ে তাদের আটক করে এবং গণধোলাই দেয়। সবশেষে থানায় খবর দিলে পুলিশ এসে তাদের নিয়ে যায়।

যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) হিমেল চাকমা আলোকিত চট্টগ্রামকে বলেন, ডাকাতির চেষ্টাকালে জনতা দুডাকাতকে আটক করে আমাদের হাতে তুলে দেয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এসএমএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!