চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাঁশঝাড়ে নিরাপত্তার কর্মীর লাশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইটি ভবনের পেছনের বাঁশঝাড় থেকে মনির আহমেদ (৭৫) নামে সাবেক নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে দুপুর সাড়ে ৩টার দিকে সেখানে লাশ পড়ে থাকতে দেখেন আইটি ভবনের ঝাড়ুদার জগদীশ রুদ্র (৪০)।

জানা গেছে, নিহত বৃদ্ধ গতকাল (৬নভেম্বর) আসরের নামাজ পড়ে বের হওয়ার পর হয়ে আর বাড়ি ফিরেনি। দুবছর আগে তিনি চাকরি থেকে অবসর নেন। তাছাড়া তিনি প্রায়সময় ওই অনুষদের পেছনে গিয়ে লাকড়ি সংগ্রহ করতেন।

আরও পড়ুন : বঙ্গবন্ধু টানেল সড়কে পড়ে ছিল কিশোরের লাশ

নিহতের ছেলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের প্রহরী মো. তারেক মিয়া বলেন, সোমবার আসরের নামাজ পড়ে বের হওয়ার পর থেকে বাবা আর বাড়ি ফিরেননি। আজ বিকেলে শুনি বাবা মারা গেছেন৷

ঝাড়ুদার জগদীশ রুদ্র বলেন, আমি অনুষদের পানির মটর ছেড়ে পেছনে তাকিয়ে দেখি একজনের পা দেখা যাচ্ছে। তখন আমার সহকর্মী কাজল রুদ্রকে ডেকে আনি। পরে বুঝি এটি মনির ভাইয়ের লাশ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. নুরুল আজিম সিকদার বলেন, পুলিশ এসে লাশ উদ্ধার করেছে। এঘটনায় অপমৃত্যুর মামলা হবে।

যোগাযোগ করা হলে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান আলোকিত চট্টগ্রামকে বলেন, তিনি স্ট্রোক করে মারা গেছেন বলে ধারণা করছি। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

এআইটি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!