লাইসেন্স ছাড়া গ্যাস সিলিন্ডার বেচতে গিয়ে ধরা খেল ৫ ব্যবসায়ী

সীতাকুণ্ডে লাইসেন্স ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রি করায় চার দোকান মালিককে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৬ জুন) পৌরসভা বাজারে এ অভিযান চালানো হয়।। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন।

আরও পড়ুন: অবৈধভাবে পণ্য মজুদ করে ধরা খেল সীতাকুণ্ডের ২ দোকানি

জানা যায়, অভিযানে এসবি গ্যাস হাউজের মালিকে মো. ইলিয়াছকে ৫ হাজার টাকা, মেঘনা ট্রেডিং করপোরেশন মালিক মো. সাইফুল ইসলামকে ৫ হাজার টাকা, জোহরা ইলেকট্রিক মালিক মো. আশরাফ উদ্দীনকে ৫ হাজার টাকা এবং জাফর ইলেকট্রিক অ্যান্ড গ্যাস সাপ্লাইয়ার্স মালিক মো. জাফরকে ৩ হাজার টাকাসহ মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, লাইসেন্স ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে ৫ দোকান মালিককে জরিমানা করা হয়েছে। এছাড়া অভিযানের খবর পেয়ে অনেকে দোকান বন্ধ করে পালিয়ে যায়।

সালাউদ্দিন/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!