চট্টগ্রামে কাচ্চি ডাইনে ধরা খেল জামায়াতের ৩০ নেতাকর্মী, অনুষ্ঠানের আড়ালে গোপন বৈঠক

অনুষ্ঠানের আড়ালে গোপন বৈঠক করতে গিয়ে নগরের জামালখানের কাচ্চি ডাইন রেস্টুরেন্টে ধরা খেয়েছে জামায়াতের ৩০ নেতাকর্মী।

শনিবার (৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে তাদের আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল কবির।

তিনি আলোকিত চট্টগ্রামকে বলেন, কাচ্চি ডাইনে এক অভিষেক অনুষ্ঠান থেকে জামায়াতের ৩০ নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের যাচাই-বাছাই করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জানা যায়, নগরের টেরিবাজার থেকে জামায়াতের অর্থের যোগানদাতা মনসুর ও জাহাঙ্গীরকে আটক করা হয়। মনসুর গত বছরের ১৬ মে জামায়াতের গোপন মিটিং করার সময় আটক হন। পরে জামিনে বেরিয়ে পুনরায় জামায়াতের সাংগঠনিক কাজে যুক্ত হন।

আরএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!