২৫ দেশের প্রতি কৃতজ্ঞ ইসরায়েল

বিশ্বে বর্তমানে ফিলিস্তিনি ও ইসরায়েলের সংঘাত আরো প্রকট আকার ধারণ করেছে। অনেকেই এ বর্বর হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে আসছেন। আবার অনেক দেশ সমর্থনও দিচ্ছে ইসরায়েলকে।
এমন অস্থির মুহূর্তে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কৃতজ্ঞতা জানালেন ২৫ দেশের প্রতি। গত রোববার নিজের টুইটারে দেশগুলোর পতাকা দিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বার্তায় লেখেন, সন্ত্রাসী হামলার বিরুদ্ধে আমাদের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে জোরালোভাবে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ।
দেশগুলো হলো- যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, আলবেনিয়া, অস্ট্রিয়া, বসনিয়া অ্যান্ড হার্জেগোভেনিয়া, ব্রাজিল, বুলগেরিয়া, কানাডা, কলম্বিয়া, সাইপ্রাস, চেক রিপাবলিক, জর্জিয়া, জার্মানি, গুয়েতেমালা, হন্ডুরাস, লিথুনিয়া, হাঙ্গেরি, ইতালি, মালদোভা, নেদারল্যান্ডস, মেসিডোনিয়া, প্যারাগুয়ে, স্লোভেনিয়া, ইউক্রেন এবং উরুগুয়ে।
এদিকে গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ১০ মে থেকে এখনো পর্যন্ত ৬১ শিশু ও ৩৬ নারীসহ ২১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বিমান হামলায়। আহত হয়েছেন হাজার হাজার মানুষ।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!