আনন্দবাজারে অর্ধশত আড়ত-দোকান গুঁড়িয়ে দিল সিটি করপোরেশন

নগরের বন্দর থানার আনন্দবাজারে উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এসময় বাজারের জেলেখাল ও আউটার রিং রোডের উভয় পাশ থেকে প্রায় অর্ধশত অবৈধ মাছের আড়ত ও দোকান উচ্ছেদ করা হয়।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। এসময় মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মু. আবুল হাশেম ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. আবদুল মান্নান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রাস্তা-ফুটপাত দখল করে সিটি করপোরেশনের জালে ৫ লোক

চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম বলেন, আনন্দবাজার ও আউটার রিং রোডের পাশে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৫০টি মাছের আড়ত ও দোকান উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যরা সহায়তা করেন।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!