রাউজানে শুরু ভোটারদের ছবি তোলা, চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত

রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার মধ্যে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। ভোটার হওয়ার জন্য ২৩ হাজার ফরম পূরণ করেছেন আবেদনকারীরা।

বৃহস্পতিবার (২৮ জলাই) সকাল থেকে ফর্ম পূরণ করা ব্যক্তিদের ছবি তোলা হয়েছে এয়াসিন শাহ কলেজে ।

আরও পড়ুন: রাউজানে রাতের আগুনে ১০ লাখ টাকার ক্ষতি, কারণ অজানা

এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুন উদয় ত্রিপুরা ও হলদিয়া ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল ইসলাম।

অরুন উদয় ত্রিপুরা বলেন, রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় ভোটার হালনাগাদ কার্যক্রমে নিয়োজিত শিক্ষকরা ঘরে ঘরে গিয়ে তথ্য ও সকল কাগজপত্র দেখে এলাকাবাসীর ভোটার ফরম পূূরণ করেন। আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত রাউজানের বিভিন্ন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ ভবনে ছবি তোলার কার্যক্রম চলবে। হলদিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৭২০ জন নতুন ভোটার হওয়ার ফরম পূরণ করেছেন।

এসএ/এসআর

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!