যুবকের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়

সীতাকুণ্ডে মো. মাহবুবুর রহমান (২১) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১১ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে ২ নম্বর ওয়ার্ডের শেখপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত যুবক সীতাকুণ্ড শিবপুর পল্লী বিদ্যুৎ সমিতির (৩) লাইনম্যান বলে জানা গেছে। তিনি লক্ষ্মীপুর জেলার কেরামতগঞ্জ উপজেলার বাসিন্দা মো. আবিদুর রহমানের ছেলে।

আরও পড়ুন : রেললাইনের পাশে পরিত্যক্ত ঘরে যুবকের ঝুলন্ত লাশ

নিহত যুবকের মামা মো. জাকির হোসেন বলেন, কিছুদিন আগে আমার ভাগিনার সঙ্গে কথা হয়। তখন বলেছিল ভালো আছে।

এ বিষয়ে সীতাকুণ্ড পল্লী বিদ্যুৎ সমিতি (৩) জেনারেল ম্যানাজার বলেন, গত এক বছর ধরে মাহাবুবুর রহমান এখানে লাইন ক্রু লেবেল ওয়ান পদে কর্মরত ছিলেন।

এদিকে সীতাকুণ্ড মডেল থানার এসআই নির্মল জানান, মৃত্যুর আগে একটি চিরকুট লিখে যান মাহবুবুর রহমান। সেখানে লেখা আছে, তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তিনি মানসিকভাবে বিপর্যস্ত এটাই লেখা ছিল।

এসআই আরও জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

এসএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!