দুমড়েমুচড়ে গেছে অটোরিকশা, কাভার্ডভ্যানে মুহূর্তেই লাশ

কক্সবাজারে কাভার্ডভ্যান ও যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৪ জন।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে টেকনাফ এটিএম জাফর আলম সড়কের মরিচ্যা চেকপোস্টের দক্ষিণে হিরারদ্বীপ রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে অটোরিকশাটি।

নিহতের নাম নজির আহমদ (৬০)। তবে আহতদের তাৎক্ষনিক পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন: অবসাদ জীবনের অবসান—সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত লাশ

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, এটিএম জাফর আলম সড়কের মরিচ্যা চেকপোস্টের দক্ষিণে হিরারদ্বীপ রাস্তার মাথায় টেকনাফমুখী পণ্যবাহী কাভার্ডভ্যান ও কক্সবাজারমুখী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান।

রামু হাইওয়ে পুলিশের এসআই জয়নাল আবেদীন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে আলোকিত চট্টগ্রামকে বলেন, ঘটনাস্থলে একজন বৃদ্ধের মরদেহ মিলেছে। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনায় অটোরিকশটি দুমড়েমুচড়ে গেছে।

বলরাম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!