মাছ ধরতে গিয়ে প্রাণ হারালো এক কিশোর

প্রতিবেশী চাচাদের সঙ্গে মাছ ধরতে জাল নিয়ে বেরিয়ে পড়েছিল খলিলুর রহমান (১৬)। মাছ শিকারের এক পর্যায়ে সবার অগোচরে পানিতে ডুবে যায় সে। হঠাৎ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন সবাই। কিন্তু ঘণ্টাখানেক পর তাকে পাওয়া যায় মৃত অবস্থায়।

শনিবার (১০ জুলাই) সকাল ১১টার দিকে ঘটনাটি ঘটেছে কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের হোয়াইক্যংয়ে খালে। খলিলুর হোয়াইক্যং পশ্চিম নয়াপাড়ার মো. সালামের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল গাফ্ফার বলেন, শনিবার সকালে খলিলুর প্রতিবেশী চাচাদের সাথে ঝাঁকি (খেপড়া) জাল নিয়ে ঝিমংখালী খালে মাছ শিকারে যায়। মাছ শিকারের এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজির ঘণ্টাখানেক পর তার মরদেহ উদ্ধার করা হয়।

বলরাম/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!