এবার কনকনে শীতের ফায়দা লুটতে পারল না শিকারিরা

কনকনে শীত উপেক্ষা করে এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে চালিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (৩১ জানুয়ারি) ভোরে নদীর হাটহাজারী ও রাউজান উপজেলা অংশের একাধিক স্থানে অভিযান চালানো হয়। এ সময় ২ হাজার ৫০০ মিটার ঘেরা জাল জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন : যে কারণে হালদায় প্রত্যাশা অনুযায়ী ডিম ছাড়েনি মা মাছ

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কনকনে শীতে মানুষের উপস্থিতি কম হওয়ার সুযোগ কাজে লাগিয়ে হালদার একাধিক স্থানে ঘেরা জাল বসিয়ে মা মাছ শিকার করছিল শিকারিরা। গোপন সংবাদ পেয়ে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ছত্তারঘাট থেকে বুড়িশ্চর ইউনিয়নের মদুনাঘাট এলাকার বিভিন্ন স্থান ও রাউজান অংশে অভিযান চালিয়ে আড়াই হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়।

ইউএনও মো. শাহিদুল আলম আলোকিত চট্টগ্রামকে বলেন, হালদা নদীর মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। হালদার প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সচেতনতা জরুরি।

সিএম/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!