নগরে অজ্ঞাত লরির ধাক্কায় স্বপন কান্তি দাশ (৪৭) নামে চট্টগ্রাম বন্দরের এক কর্মচারী নিহত হয়েছে।
মঙ্গলবার (৩ আগস্ট) দুপুর ১টায় বন্দর থানার ইসহাক ডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বপন কান্তি দাশ বাঁশখালীর কাদরিয়া ইউনিয়নের বাগমারা এলাকার মৃত লাতুচন্দ্র দাশের ছেলে।
জানা যায়, বন্দরের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন স্বপন কান্তি দাশ। প্রতিদিনের মতো বাসা থেকে সাইকেল নিয়ে কর্মস্থলে যাওয়ার পথে ইসহাক ডিপো এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি লরি তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার আলোকিত চট্টগ্রামকে বলেন, স্বপন কান্তি দাস নামে বন্দরের চতুর্থ শ্রেণির এক কর্মচারীকে অজ্ঞাত একটি লরি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ মর্গে পাঠানো হয়েছে।
এএইচ/আরবি