করোনা : ৮ দিন পর ১৮ বছরেই টিকা

এবার ১৮ বছর হলেই পাওয়া যাবে করোনার টিকা। এজন্য অপেক্ষা করতে হবে আর মাত্র ৮ দিন। আগামী ৮ আগস্ট থেকে বয়স ১৮ হলেই নেওয়া যাবে করোনার টিকা।

গ্রাম পর্যায়ে সুরক্ষা অ্যাপ ছাড়াও শুধু জাতীয় পরিচয়পত্র নিয়ে কেন্দ্রে গিয়ে নেওয়া যযাবে করোনার টিকা

গত ২৭ জানুয়ারি দেশে প্রথম ৫৫ বছরের ওপরে সবার করোনার টিকা দেওয়ার কার্যক্রম শুরু করে সরকার। পরে তা নামিয়ে আনা হয় ৪০ বছরে। এ মাসের শুরুতে ওই বয়সসীমা কমিয়ে প্রথমো ৩৫ বছর ও এরপর ৩০ বছর করা হয়। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার তা করা হয় ২৫ বছর।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm