পুলিশের আরও ২ দিনের রিমান্ডে থাকবে সেই সাজ্জাত

আওয়ামী লীগ নেতা পরিচয় দেওয়া সাজ্জাত হোসেনকে আরো দুইদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

ফেসবুকে দেওয়া একটি আপত্তিকর পোস্টের জের ধরে ১৯ জুলাই তাঁকে পাঁচদিনের রিমান্ডে নেয় করে কোতোয়ালী থানা পুলিশ। রিমান্ড শেষে শনিবার (২৪ জুলাই) ফের তাঁকে আদালতে নিয়ে আরও পাঁচদিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১২ জুলাই আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্য ডা. বিদ্যুৎ বড়ুয়ার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন সাজ্জাত। এই স্ট্যাটাসে মানহানি হওয়ার অভিযোগে সাজ্জাতের বিরুদ্ধে নগরের কোতোয়ালী ও জেলার সাতকানিয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

সাতকানিয়ায় মামলা করেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের। নগরের কোতোয়ালী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের স্বেচ্ছাসেবক শেখ মোহাম্মদ ফারুক চৌধুরী।

এদিকে ১৮ জুলাই দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাজধানী ঢাকার বোনের বাসা থেকে সাজ্জাতকে আটক করে গোয়েন্দা পুলিশ। এরপর তাঁকে মিন্টু রোডের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!