২০ জুলাই: চট্টগ্রামে একদিনে করোনার যত দুঃসংবাদ

২০ জুলাই, ২০২১। চট্টগ্রামে করোনার ‘ইতিহাসে’ গুরুত্বপূর্ণ এক দিন। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত ও মৃত্যু ছুঁয়েছে নতুন চূড়া। মৃত্যুতে হয়েছে নতুন রেকর্ডও। এদিন শুধু তিনটি উপজেলা মিলেই করোনা পজিটিভ হন ১৯৬ জন।

মঙ্গলবার (২০ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

যত দুঃসংবাদ

১০: আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় করোনা রোগীর মৃত্যু।

১৫: চট্টগ্রাম নগর ও উপজেলা মিলে ২৪ ঘণ্টায় করোনা রোগী মৃত্যুর সংখ্যা। এটি চট্টগ্রামে রেকর্ড।

৮০:  রাউজানে একদিনে করোনা শনাক্ত।

১৯৬: রাউজান, ফটিকছড়ি ও হাটহাজারী; তিন উপজেলা মিলে ২৪ ঘণ্টায় শনাক্ত।

৮৫৬: চট্টগ্রামে এদিন পর্যন্ত করোনা রোগীর মৃত্যু। ছাড়িয়ে গেল সাড়ে আটশ’র চূড়া।

৭২,৫৯২: এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা শনাক্ত। ৭২ হাজারের সীমানা পার।

প্রসঙ্গত, মঙ্গলবার (২০ জুলাই) আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ২ হাজার ৫৩৭ নমুনা পরীক্ষায় ৯২৫ জনের করোনা শনাক্তের খবর জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। এর মধ্যে ৫৫৩ জন নগরের এবং ৩৭২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

জেডএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!