‘শিথিল হচ্ছে’ বিধিনিষেধ—গাড়ির চাকা ঘুরবে, মার্কেটও চলবে

টানা ১৪ দিন ‘কঠোর লকডাউনে’র পর বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে সারাদেশে বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। বৃহস্পতিবার থেকে ঘুরবে গাড়ির চাকা। খুলবে শপিংমল। এ বিষয়ে যেকোনো সময় আসতে পারে সরকারি ঘোষণা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিধিনিষেধ শিথিলের নতুন সিদ্ধান্ত হলে খুলতে পারে দোকানপাট ও শপিংমল। চলবে গণপরিবহনও। তবে কঠোরভাবে মানতে হবে স্বাস্থ্যবিধি। নতুন এই বিধিনিষেধ আগামী ২২ জুলাই পর্যন্ত বর্ধিত হতে পারে।

এদিকে কোরবানির ঈদেরও খুব বেশিদিন বাকি নেই। নগর ও উপজেলায় ‘স্বাস্থ্যবিধি মেনে’ কোরবানির পশুর হাট বসানোর অনুমতিও দেওয়া হচ্ছে। সোমবার (১২ জুলাই) বা মঙ্গলবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে জানা গেছে।

সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ঈদ সামনে রেখে শপিংমল ও গণপরিবহন খোলা রাখার বিষয়টি সরকারের চিন্তা-ভাবনায় রয়েছে। এ সংক্রান্ত সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।

জেডএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm