রাতেই অঘটন ঘটালেন প্রবাসীর হতাশ স্ত্রী

নগরের বায়েজিদে শায়লা শারমিন নামে (২৫) এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, হতাশা থেকে আত্মহত্যা করেছেন শারমিন।

রোববার (১১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে অক্সিজেন কাঁচাবাজার এলাকার চৌধুরী নিবাসের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। নিহত শায়লা শারমিন ওই এলাকার প্রবাসী শোয়েবের স্ত্রী।

তিন মাস আগে শোয়েবের সঙ্গে বিয়ে হয়েছিল মাস্টার্স পাস করা শারমিনের। ১০ দিন আগে দেশ ছেড়ে গিয়েছিলেন শোয়েব।

এবিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শীলাব্রত বড়ুয়া আলোকিত চট্টগ্রামকে বলেন, অক্সিজেন কাঁচাবাজার এলাকায় ‘ডিপ্রেশন’ থেকে শায়লা শারমিন নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। পরিবারের লোকজন উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ মর্গে পাঠানো হয়েছে।

এএইচ/জেডএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm