চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) চকবাজার থানা এবং বাকলিয়া থানার দুই ওসিকে রাজশাহী ও রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক ড. মইনুর রহমান চৌধুরীর স্বাক্ষরে এসব বদলির আদেশ জারি হয়।
জানা যায়, চকবাজার থানার ওসি মো. আলমগীরকে বদলি করা হয়েছে রংপুর রেঞ্জে। আর বাকলিয়া থানার ওসি রুহুল আমিনকে বদলি করা হয়েছে রাজশাহী রেঞ্জে।
প্রসঙ্গত, চলতি বছরের ২২ এপ্রিল চকবাজার থানার ওসি রুহুল আমীনকে বদলি করা হয় পার্শ্ববর্তী বাকলিয়া থানায়। আর চকবাজার থানায় ডিবি থেকে পদায়ন করে আলমগীরকে।
আলোকিত চট্টগ্রাম