লকডাউন: রাঙামাটির অলিগলিতে চলছে অভিযান

লকডাউনে রাঙামাটির অলিগলিতে চলছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সদস্যদের টহল ও মোবাইল কোর্ট অভিযান।
শনিবার (৩ জুলাই) সকাল থেকে রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে জেলা প্রশাসক মিজানুর রহমান ও পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেনের নেতৃত্বে চলছে এ অভিযান।

পথচারী ও স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ ঘরে অবস্থান করার আহ্বান জানিয়ে করা হচ্ছে মাইকিং।

লকডাউনের টানা তৃতীয় দিনে রাঙামাটিতে ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল-মোটেল, পর্যটন স্পটসহ অভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

তবে শহরে অটোরিকশা চলাচল বন্ধ থাকায় এখানকার বাসিন্দা, চাকরিজীবীদের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে।
প্রয়োজ অনুসারে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে জরুরি চিকিৎসাসেবাসহ অন্যান্য অনুমোদিত কার্যক্রম সাড়তে জনগণকে সার্বিক সহযোগিতা দিচ্ছে রাঙামাটির পুলিশ বাহিনীর সদস্যরা।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন, সম্মুখসারির যোদ্ধা হিসেবে নিজেদের জীবনের মায়া ত্যাগ করে করোনাকালীন এই লকডাউনে কয়েক হাজার পুলিশ সদস্য জেলার বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছেন। স্থানীয় জনগণকে বুঝিয়ে ঘরে থাকার আহ্বান জানানোর পাশিপাশি জনগণের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতেও সার্বিক সহযোগিতা প্রদান করছেন পুলিশ সদস্যরা।

মানিক/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!