কঠোর লকডাউনেও সচল থাকবে ব্যাংক, বদলে যাচ্ছে লেনদেনের সময়সূচি

বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সর্বাত্মক লকডাউনেও সীমিত আকারে খোলা থাকবে ব্যাংক। তবে মঙ্গলবার ও বুৃধবার ব্যাংকিং কার্যক্রম চলবে আগের নিয়মেই।

৩০ জুন পর্যন্ত আগের নিয়মেই চলবে ব্যাংকিং কার্যক্রম। অর্থাৎ বুধবার পর্যন্ত সকাল ১০টা থেকে দুপুর সাড়ে তিনটা পর্যন্ত ব্যাংকিং লেনদেন চলবে। তবে বৃহস্পতিবার থেকে নতুন নিয়মে ব্যাংকের লেনদেন হবে। পরিবর্তন আসবে সময়সূচিতে। তবে ব্যাংকের কোন কোন শাখা খোলা থাকবে, বুধবারের মধ্যে সেই সিদ্ধান্ত জানাবে কেন্দ্রীয় ব্যাংক।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!