আমিন জুট মিল গেটে ক্ষুব্ধ শ্রমিকদের অবস্থান

রাষ্ট্রীয় উদ্যোগে বন্ধ পাটকল পুনরায় চালু, বদলি শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধসহ বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে পাটকল শ্রমিকরা।

বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৮টায় আমিন জুট মিল গেটের সামনে পাটকল শ্রমিকরা অবস্থান নিয়ে দুপুর ১২টা কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে শতাধিক নারী ও পুরুষ শ্রমিক অংশ নেন। এ সময় তারা বিভিন্ন দাবি সম্বলিত প্লেকার্ড প্রদর্শন করেন।

শ্রমিকরা জানান, রাষ্ট্রীয় উদ্যোগে পুনরায় পাটকল চালুর ও বদলি শ্রমিকদের বকেয়া পাওয়া পরিশোধের দাবিতে এই কর্মসূচি।

শ্রমিক নেতা কামাল উদ্দিন জানান, ‘দীর্ঘদিন পাটকল বন্ধ থাকায় শ্রমিকরা কাজ না পেয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছে। বদলি শ্রমিকদের বকেয়া টাকা এখনো পরিশোধ করা হয়নি।

অনতিবিলম্বে শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধসহ রাষ্ট্রীয় উদ্যোগে পাটকল চালু করার দাবি জানান তিনি।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!