৯ মাস পর লংগদুতে ফের করোনার হানা

পার্বত্য জেলা রাঙামাটির লংগদু উপজেলায় ফের হানা দিয়েছে মহামারী করোনা। দীর্ঘ নয় মাস পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন একজন।

সোমবার (৭ জুন) লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে একজনের করোনা শনাক্ত হয়।

জানা যায়, আক্রান্ত ওই ব্যক্তি উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের একজন মাঠকর্মী। বর্তমানে তিনি হোম কোয়ারেন্টাইনে চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ভোকাল পার্সন তথাগত চাকমা বলেন, ‘করোনার দ্বিতীয় ধাপে এখন পর্যন্ত লংগদুতে ১১ জন ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে সোমবার এক ব্যক্তির করোনা পজিটিভ আসে। তিনি বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন।’

এর আগে গত বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত মোট ২৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল লংগদুতে। দীর্ঘ ৯ মাস পর লংগদুতে আবারো করোনা পজিটিভ শনাক্ত হলো।

আরমান/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!