৯ মাসের শিশুসহ মুক্ত সেই সিরাজ খাতুন

অবশেষে নয় মাসের শিশুসহ জামিনে মুক্তি পেলেন রাঙ্গুনিয়ার সেই সিরাজ খাতুন (৩৩)।

২৬ দিন কারাভোগ ও নানা নাটকীয়তায় পর মঙ্গলবার (২৯ জুন) সকাল ১০টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

প্রসঙ্গত রোহিঙ্গা যুবকের বৈবাহিক প্রতারণার শিকার সিরাজ খাতুন কারাভোগ করছিলেন।

মানবাধিকার আইনজীবী এএম জিয়া হাবীব আহসান বলেন, ‘সিরাজ খাতুন এবং তার দুগ্ধপোষ্য শিশু গত ২৬ দিন ধরে হাজতবাস করেছেন। রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার তার জামিননামায় স্বাক্ষর করার পর কারামুক্ত হন তিনি।’

গত ২০ জুন তার জামিনের শর্ত পরিবর্তন করে স্থানীয় সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের স্থলে রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদারের জিম্মায় জামিননামা দাখিলের নির্দেশ দিয়েছিলেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান।

এর আগে গত ১৬ জুন সিরাজ খাতুনকে জামিন দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালতের বিচারক মেহনাজ রহমান।

মামলায় অভিযুক্ত মা সিরাজ খাতুন ও তার শিশুকে বিনাখরচে আইনি সহায়তা দিচ্ছে মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইট ফাউন্ডেশন বিএইচআরএফ।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!