৯ ডিসেম্বর জামালখানে একটি বই রেখে আরেকটি নেওয়া যাবে

‘বই নয়, জ্ঞানের বিনিময়’ স্লোগানে তৃতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে বই বিনিময় উৎসব।

আগামীকাল শুক্রবার (৯ ডিসেম্বর) নগরের জামালখান মোড়ে দিনব্যাপী চলবে এই বই বিনিময় উৎসব। এতে বিনামূল্যে যেকেউ একটি বই রেখে অন্য একটি বই নিতে পারবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বই বিনিময় উৎসবের সমন্বয়ক ও ফেইল্ড ক্যামেরা স্টোরিজ পরিচালক সাইদ খান সাগর।

আরও পড়ুন: জামালখানের ড্রেনে শিশুর বস্তাবন্দী লাশ—’টিসিবির বস্তা’ মুখোশ খুলল পিশাচের

চট্টগ্রাম জেলা পরিষদের পৃষ্ঠপোষকতায় এ আয়োজন স্টোরিটেলিং প্লাটফর্ম ফেইল্ড ক্যামেরা স্টোরিজের। সকাল ৯টা থেকে শুরু হওয়া বই বিনিময় উৎসব চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

উৎসবে প্রধান অতিথি থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান।

বিশেষ অতিথি থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব এবং চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল।

পাঠকদের সঙ্গে আড্ডায় মাতবেন কবি-সাহিত্যিক-সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী, অভিনেতা নাসির উদ্দিন খান এবং জাতীয় দলের ক্রিকেটার ইয়াসির আলী রাব্বি।

আরএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!