৮৮-তেই থেমে গেলেন সাবেক অর্থমন্ত্রী মুহিত, শহীদ মিনারে শ্রদ্ধা—সিলেটে দাফন

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

শুক্রবার (২৯ এপ্রিল) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রাত ১২টা ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এর আগে রাত সোয়া ১২টার দিকে আবুল মাল আব্দুল মুহিতকে হাসপাতালে ভর্তি করা হয়।

এম এ মুহিতের ভাই বাংলাদেশ পল্লী শিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান এএসএ মুয়িয সুজন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ৃন: থেমে গেল শত কালজয়ী গানের কণ্ঠ

তিনি জানান, রাত সোয়া ১২টার দিকে অবস্থার অবনতি হলে আবুল মাল আব্দুল মুহিতকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যায়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, আজ (শনিবার) সকাল সাড়ে ১০টায় গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজা ও বেলা সাড়ে ১১টায় সংসদ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় তার মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে নেওয়া হবে।

এরপর দাফনের জন্য মরদেহ নেওয়া হবে সিলেটে। সেখানেই মরদেহ দাফন করা হবে।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!