প্রাইভেট কারে ৫ লাখ টাকার মাদক নিয়ে যুবক পাড়ি দিচ্ছিল মহাসড়ক

মিরসরাইয়ে ২শ বোতল ফেনসিডিল ও ২০ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে র‌্যাব-৭ ফেনী ক্যাম্প। এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়। উদ্ধার করা এসব মাদকের আনুমানিক মূল্য ৫ লাখ ২০ হাজার টাকা।

বৃহস্পতিবার (৩ মার্চ) বিকালে পৌর বাজারের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফুটওভার ব্রিজ এলাকার সামনে থেকে গোপন সংবাদে তাকে আটক করা হয়।

আরও পড়ুন: পালিয়েও বাঁচতে পারল না মাদক—যৌতুক মামলার ২ আসামি

আটক যুবকের নাম মো. মাহফুজ (১৯)। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার উত্তর বেতিয়ারা গ্রামের আব্দুল হকের ছেলে।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কমান্ডার ও স্কোয়াডন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, আজ (বৃহস্পতিবার) বিকালে মিরসরাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফুটওভার ব্রিজ এলাকার সামনে থেকে এক যুবককে ২শ বোতল ফেন্সিডিল ও ২০ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। এ সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়। উদ্ধার করা এসব মাদকের বাজারমূল্য ৫ লাখ ২০ হাজার টাকা। আটকের বিরুদ্ধে মাদক আইনে মিরসরাই থানায় মামলা দায়ের করা হয়েছে।

আজিজ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!