কর্ণফুলী কমপ্লেক্সের ৫ দোকানের সঙ্গে মামলা খেল মালঞ্চ

নগরের ষোলশহর কর্ণফুলী কমপ্লেক্সে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫ দোকান মালিককে মামলাসহ ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৩ মার্চ) চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাজারে দ্রব্যমূল্য মনিটরিং ও মূল্য তালিকা যাচাই-বাছাই করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

আরও পড়ুন: রাস্তায় মালামাল রেখে মামলা খেল ২৫ ব্যবসায়ী

চসিক জানায়, নগরের ষোলশহর কর্ণফুলী কমপ্লেক্স বাজারে দ্রব্যমূল্য মনিটরিং ও মূল্য তালিকা যাচাই-বাছাই করা হয়। এই সময় ব্যবসাপ্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫ দোকান মালিকের বিরুদ্ধে মামলাসহ ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে একইদিন স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের আদালতে চসিকের নিরাপদ খাদ্য পরিদর্শকের দায়ের করা মামলায় নগরের কোতোয়ালীর ইজি মালঞ্চ দোকান মালিককে ১২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করে।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!