৫০ প্রতিবন্ধী ও পাহাড়ির মাঝে উষ্ণতা ছড়াল শান্তিনীড়

মিরসরাইয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘শান্তিনীড়’র উদ্যোগে প্রতিবন্ধী ও পাহাড়ে বসবাসকারীদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৭ জানুয়ারি) উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নাপিত্তাছড়া ঝরনা এলাকায় এ কার্যক্রম সম্পন্ন হয়।

সংগঠন সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন সোহেলের সভাপতিত্বে এবং সমাজকল্যাণ সম্পাদক শওকত হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন শান্তিনীড়ের পৃষ্ঠপোষক ফয়সাল ভূঁইয়া রাজীব, সিনিয়র সহসভাপতি নিজাম উদ্দিন,  সহসভাপতি সাংবাদিক মু. দিদারুল আলম, আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মৃদুল দাশ, সাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন, দপ্তর সম্পাদক আজিম উদ্দিন, প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন সংগঠনের সভাপতি আকবর হোসেন।

আরও পড়ুন : প্রতিবন্ধী শিশুকে পিটিয়ে রক্তাক্ত, দোকান লুট—অভিযোগ গেল থানায়

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আবু বকর ছিদ্দিক রিশাত, আবু সাইদ ও সাগর।

সংগঠন সভাপতি বলেন, শীতার্তদের মাঝে ‘শান্তিনীড়’র শীতবস্ত্র বিতরণ কার্যক্রম ১১ বছর ধরে চলমান আছে। আজ আমরা প্রথম ধাপে ৫০ জন প্রতিবন্ধী ও পাহাড়িদের কম্বল বিতরণ করেছি। ভবিষ্যতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আজিজ/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!