৩ যুবকের কাছে ছিল ৬ চাকু, দুজন খুনের মামলার আসামি

সীতাকুণ্ডের চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ তিন জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের তল্লাশি করে ৬টি চাকু উদ্ধার করা হয়।

সোমবার (১ নভেম্বর) বিকাল ৫টার দিকে সীতাকুণ্ডের পশ্চিম মুরাদপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সীতাকুণ্ড থানার পশ্চিম মুরাদপুর দেলিপাড়া এলাকার মো. শামছুল হকের ছেলে মো. সাইফুল ইসলাম (৩৭), মৃত মো. সেকান্দরের ছেলে দিদারুল আলম ওরফে দিদার (৩২) এবং মৃত নুরুল আলমের ছেলে মো. আবু ইউসূফ ওরফে সুবজ (৪৬)।

আরও পড়ুন : শপিং ব্যাগে ছিল সাড়ে ৩ কোটি টাকার মাদক, মারমা যুবক আটক

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার আলোকিত চট্টগ্রামকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি আসামিরা সীতাকুণ্ডের পশ্চিম মুরাদপুর এলাকায় অবস্থান করছে। এরপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৬টি চাকু জব্দ করা হয়।

তিনি আরও বলেন, তারা আসন্ন ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা, বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টির লক্ষ্যে দেশীয় অস্ত্র মজুদ করে আসছিলেন। আটকদের মধ্যে সাইফুল ইসলামের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় ২টি হত্যা মামলা ও দিদারুল আলম দিদারের বিরুদ্ধে ১টি হত্যা মামলা রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়।

এএইচ/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!