৩ কোটি টাকার ইয়াবা রাখা রোহিঙ্গা যুবককে ১০ বছর জেলে থাকতে হবে

ইয়াবা পাচারের দায়ে এক রোহিঙ্গা মাদককারবারিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো এক মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) কক্সবাজারের যুগ্ম জেলা ও দায়রা জজ-১ মাহমুদুল হাসান এ রায় দেন।

আরও পড়ুন : আঁধারে মিলিয়ে গেল ২৫ রোহিঙ্গা ডাকাত, অস্ত্রসহ আটক ৯

সাজাপ্রাপ্ত আসামি দুস মোহাম্মদ মিয়ানমারের আকিয়াব জেলার মংডু শহরের ডেইলপাড়ার মৃত সৈয়দ আলমের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২০ মে টেকনাফের সাবরাং দেড় নম্বর স্লুইস গেটের ২ নম্বর বর্ডারগার্ড ব্যাটালিয়নের একটি দল অভিযান চালায়। অভিযানে ২ কোটি ৯৮ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা মূল্যের ৯৯ হাজার ৬৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় মিয়ানমারের নাগরিক দুস মোহাম্মদকে। পরে ২ নম্বর বর্ডারগার্ড ব্যাটালিয়নের নায়েক মো. হাবিবুর রহমান বাদি হয়ে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করেন।

বলরাম/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!