৩৫ স্টল নিয়ে সীতাকুণ্ডে প্রাণিসম্পদ প্রদর্শনী

৩৫টি স্টল নিয়ে সীতাকুণ্ডে অনুষ্ঠিত হলো প্রাণিসম্পদ প্রদর্শনী ও আলোচনা সভা।

শনিবার (৫ জুন) উপজেলা চত্বরে দিনব্যাপী প্রদর্শনী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম।

এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এসএম মো. রেয়াজুল হক। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহজালাল মোহাম্মদ ইউনুছ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌধুরী এগ্রো ফার্মের স্বত্বাধিকারী আবুল হাসান চৌধুরী, ইপসা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু হেনা সজীব, রেডিও সাগর গিরি’র স্টেশন ইনচার্জ সঞ্জয় চৌধুরী।

সীতাকুণ্ড উপজেলা প্রাণিস্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় প্রদর্শনীতে চৌধুরী এগ্রো ফার্ম, ইপসাসহ ৩৫টি স্টল স্থান পায়।

উন্নত জাতের গবাদি পশু, পাখি, কবুতর, হাঁস-মুরগি, ঘোড়া, ছাগল, বিড়ালসহ নানা প্রজাতির প্রাণি প্রদর্শনীত নিয়ে আসেন খামারিরা।

অনুষ্ঠান শেষে খামারিদের তিনটি ক্যাটাগরিতে ৯টি পুরস্কার দেওয়া হয়। এছাড়া অংশগ্রহণকারীদের সনদ ও বিশেষ পুরস্কার দেওয়া হয়।

সালাউদ্দিন/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!