২ ঘণ্টার এইচএসসি পরীক্ষায় সিটে বসতে হবে আধঘণ্টা আগে

আগামী ৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

সোমবার (১২ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (মাউশি) এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার সময়সূচি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৬ নভেম্বর থেকে শুরু হবে ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ১৩ ডিসেম্বর। এরপর ১৫ ডিসেম্বর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। এসএসসি পরীক্ষার মতোই এইচএসসি পরীক্ষার সময়সীমা ২ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন : এবার যেভাবে হবে এইচএসসি পরীক্ষা

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা সূচিতে জানানো হয়, এবার পরীক্ষা হবে সকাল ১১টা থেকে দুপুর ১টা ও দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

বহুনির্বাচনী প্রশ্নের জন্য ২০ মিনিট এবং সৃজনশীলের জন্য এক ঘণ্টা ৪০ মিনিটসহ মোট ২ ঘণ্টার পরীক্ষা হবে।

দুধরনের প্রশ্নের মাঝে কোনো বিরতি থাকবে না। প্রথমে বহুনির্বাচনী এবং পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা হবে। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে।

এআইটি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!