বছরে দেশের ২০ হাজার রোগী যায় বামরুনগ্রাদ হাসপাতালে, রয়েছে ১০ বাঙালি দোভাষী

বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হসপিটালের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার ডা. নিপাত কুলাবকাও বলেছেন, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থিত বামরুনগ্রাদ হাসপাতাল বাংলাদেশের রোগীদের আন্তরিকভাবে সেবা দিয়ে থাকে। এজন্য আমাদের রয়েছে ১০ জন বাঙালি দোভাষী।

শনিবার (২ জুলাই) নগরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: চট্টগ্রামে বাড়ছে করোনা রোগী

বাংলাদেশ থেকে প্রতিবছর ২০ থেকে ৩০ হাজার রোগী উন্নত চিকিৎসার জন্য বামরুনগ্রাদ হাসপাতালে যায় জানিয়ে তিনি বলেন, বামরুনগ্রাদ দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম জেসিআই (জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল) অনুমোদিত হাসপাতাল। আর তাই বাংলাদেশিদের কাছে হাসপাতালটি এত জনপ্রিয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হসপিটালের ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট অফিসার (বাংলাদেশ অ্যান্ড ইন্দোনেশিয়া) এনা মে ডিয়েল, চট্টগ্রাম রেফারেল অফিসের পেশেন্ট রিলেশন ম্যানেজার আলিম শরীয়ত, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অপারেশন) বিপ্লব দাশ এবং ব্যাংককের বামরুনগ্রাদ রেফারেল অফিসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আজাদুল হক।

আলোকিত চট্টগ্রাম

 

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!