চট্টগ্রামে ১ ল্যাবেই ৫৭ শতাংশ করোনা

চট্টগ্রামে করোনায় আগের দিনের চেয়ে মৃত্যুর সংখ্যা অনেক কমে এসেছে। আগের দিন ১৫ করোনা রোগীর মৃত্যু হলেও গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪ জন। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৯০ জন।

এদিকে চট্টগ্রামের এক ল্যাবে আক্রান্ত ছাড়িয়ে গেছে ৫৭ শতাংশ! বেসরকারি এপিক হেলথ কেয়ার ল্যাবে ১৪৯ নমুনা পরীক্ষায় পজিটিভ হন ৮৫ জন!

সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। আক্রান্ত ৭৯০ জনের মধ্যে ৫৬১ জন নগরের এবং ২২৯ জন উপজেলার বাসিন্দা।

এদিন কক্সবাজার মেডিকেল কলেজে ল্যাবসহ চট্টগ্রামের ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

চবি ল্যাবে ১৯৩ নমুনা পরীক্ষায় ৮৬ জন, বিআইটিআইডি ল্যাবে ১ হাজার ১২০ নমুনা পরীক্ষায় ১৩৪ জন, চমেক ল্যাবে ২৬৫ নমুনা পরীক্ষায় ১০৩ জন, সিভাসু ল্যাবে ২৪৩ নমুনায় ১০৫ জন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৪ নমুনা পরীক্ষায় ২ জন, ১৫১টি অ্যান্টিজেন টেস্টে ৬৫ জন, ইম্পেরিয়াল হাসপাতালে ৪৪০ নমুনা পরীক্ষায় ৬৭ জন, শেভরন ল্যাবে ৬৮৩ নমুনা পরীক্ষায় ১০৯ জন, আরটিআরএল ল্যাবে ২৫ নমুনা পরীক্ষায় ১৪ জন এবং মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৪২ নমুনার পরীক্ষায় ২০ জনের নমুনায় করোনা পাওয়া গেছে।

এদিন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

এদিকে মারা যাওয়া চারজনের মধ্যে ৩ জন নগরের এবং ১ জন উপজেলার বাসিন্দা।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!